Friday, June 11, 2010

একটা দেশ ও তার ডিজিটাল বাজেট।

একটা দেশ বাংলাদেশ, তার একটা নতুন শখ হইসে, শখটা হইলো সে কিনা ডিজিটাল
বিপ্লব মানে আইটি ইন্ডাস্ট্রিতে উন্নতি করবে। ভালো কথা, কিন্তু, তাদের
ডিজিটাল কর্মকান্ডের নমুনা ব্যাপক 'INNOVATIVE'। যেমন, ফেসবুক বন্ধ করা,
নাগরিক ব্লগ বন্ধ করা এবং মোস্তফা জব্বারকে আইটি গুরু বানানো। এগুলো
দারুণ আশার কথা!!! দেখে পরান জুরায়!!!!
নতুন সংযোজন হইলো পাওয়ারপয়েন্টে বাজেট উপস্থাপন। পাওয়ারপয়েন্টে বাজেট
উপস্থাপন দোষের না, বরং ভালো। কিন্তু, একে ডিজিটাল বিপ্লবের ফল বলা ও
প্রচার বোকামি। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের সাথে ডিজিটাল বাংলাদেশের
কোনো সম্পর্ক নাই। আমার ভাইগ্না গত সপ্তায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন
দিলো, ওর বয়স ৫। আজ ব্যাপারটাকে এইভাবে প্রচারিত হইতে দেইখা 'বাঙালী'
হিসাবে লজ্জা হইতেসে।

list open ports and unix sockets

To do this I use netstat command to list all open ports: $ sudo netstat -tuplen to list open ports and unix sockets: $ sudo netstat -...